খাগড়াছড়িতে বিনার কৃষক প্রশিক্ষণ


খাগড়াছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ। ২৯ জুন বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বিনা উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম। বিনা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের অনন্য জলবায়ু ও মাটি লেবুর আধুনিক জাত চাষের জন্য সম্ভাবনাময়।
প্রশিক্ষণে খাগড়াছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অংসিংহ্লা মারমা হাতে-কলমে লেবুর বংশবিস্তার, কলম তৈরির কৌশল ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা জানান, এই জাতের লেবুর গাছ কম সময়ে ফল দেয়, রোগ প্রতিরোধী এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।
এ সময় বিনা উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য ও বাজার সম্ভাবনা,কলম ও চারা তৈরি প্রক্রিয়া,পাহাড়ি অঞ্চলের জন্য উপযোগী লেবু চাষের কৌশল,কৃষকের আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনাসহ লেবুর চাষ,বংশ বিস্তার ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।