এবারও ফুল দিতে যায়নি জেএসএস ও ইউপিডিএফ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

fec-image

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে প্রত্যুষে ৩১ তোপধ্বনির মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,জেলা পরিষদ,সিভিল সার্জন বিএনপি,খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তবে প্রতিবারের মতো এবারও প্রতিমন্ত্রীর মর্যাদার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি(সন্তু) এবং ইউপিডিএফ প্রসীত গ্রুপ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিতে যায়নি। অপর দিকে জেএসএস(লারমা) ইউপিডিএফ গণতান্ত্রিক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

এদিকে, সকাল ৮ টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

পুলিশ, আনসার ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ উপভোগ করেন অথিতিরা।
দুপুরে টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দিবস, স্বাধীনতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন