রাঙামাটিতে ‘‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’’ শীর্ষক আলোচনা সভা

fec-image

রাঙামাটিতে রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ঘাতক পাকিস্তান বাহিনী গ্রেফতার করেছিলো তখনি মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয়। এই সরকারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধের ফলে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি।

বক্তারা আরও বলেন, ইতিহাসটি যুব সমাজের কাছে পৌছে দিতে হবে তাহলে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে। দেশের উন্নয়নে তারা এগিয়ে আসবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা স্কাউটর এর সাধারণ সম্পাদক নুরুল আবছার এবং সাবেক জেলা পরিষদের সদস্য মণিরুজ্জামান মহসিন রানা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা, ঐতিহাসিক, দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন