খাগড়াছড়ি সদর থানার ওসি ২৫ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত
খাগড়াছড়ির ত্রাস ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওসি তানভির হাসান কর্মস্থলে অনুপস্থিত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর। জনরোষে পড়ার আশঙ্কায় হয়তো তিনি আত্মগোপনে গেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তানভির হাসান খাগড়াছড়ি সদর থানায় যোগদান করেন। তার আগে তিনি ঢাকায় ছিলেন। যোগ দিয়ে তিনি খাগড়াছড়িতে ত্রাসের রাজত্ব কায়েম করেন। ঘুষ-গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করা ছিল তার নিত্য দিনের কাজ। তার অত্যাচারে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। সবশেষ গত ৪ আগস্ট তার হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওসি তানভির হাসান কথায় কথায় নিজেকে গোপালগঞ্জের লোক বলে হুংকার দিতেন। ওসি তানভির হাসানের অন্যতম সহযোগী ছিলেন এসআই মিনহাজুল আবেদীন ওরফে মিনু। শেখ হাসিনা দেশ ছাড়ার পর মিনহাজুল আবেদীনও অনেকটা গা-ঢাকা দিয়ে আছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান গত ৫ আগস্ট বিকাল থেকে কর্মস্থলে অনুপস্থিত। পুলিশের ভাষায় যাকে গড় হাজির বলা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।