খাগড়াছড়িতে চলছে অবরোধ, বিএনপির ১০ নেতাকর্মী আটক

fec-image

অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিএনপির ১০ নেতাকর্মী আটক হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ দাবি করেছেন। আটককৃতরা হলেন- মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, গুইমারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, গুইমারা উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. সাহিদুল ইসলাম, গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, হাফছড়ি ইউনিয়নের ৩ ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ.বাবুল, বিএনপির কর্মী মেহেদী হাসান বিজয়, পথচারী মোক্তার হোসেন ও পানছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন।

গুইমারায় আটকের বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর বলেন, গত ২৬ নভেম্বর গুইমারার হাফছড়ি এলাকায় ট্রাকে আগুনের ঘটনায় এজাহারভুক্ত আসামিসহ ৬ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে গুইমারা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ বলেন, ট্রাকে আগুন বা নাশকতার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। নির্দোষ নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট অভিযোগে হয়রানিমূলকভাবে আটক করেছে পুলিশ।

মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমকে গ্রেফতারের বিষয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে একাধিক গাড়ি পোড়ানোর মামলায় এজাহারভুক্ত আসামি মো. বদিউল আলমকে আটক করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

এছাড়া মঙ্গলবার বিকালে রামগড় উপজেলার ৫নং পাতাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও পাতাছড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. খোকনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এদিকে খাগড়াছড়িতে ৮ম দফায় আহুত ২৪ ঘণ্টা অবরোধ চলছে। অবরোধের সমর্থনে বুধবার সকালে খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে জেলা স্বেচ্ছাসেবক দল, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল ও পানছড়ি সড়কে পানছড়ি উপজেলা বিএনপি ও ভাইবোনছড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যেগে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা মিছিল ও গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবরোধ, খাগড়াছড়ি, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন