খাগড়াছড়িতে দরিদ্র কৃষকের ৮০শতক জমির ধান কেটে দিল ছাত্রলীগ

fec-image

করোনার লকডাউনে দরিদ্র এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর শহরের ২নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় দুস্থ কৃষক আব্দুল করিমের জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে ধান কাটায় অংশ নেয়, কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, যুগ্ম সম্পাদক তমি ত্রিপুরা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক জামিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুসাফা চৌধুরী এবং ২নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মাহামুদ।

এছাড়াও কমলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক থুইম্রং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেন।

কৃষক আব্দুল করিম ও তার স্ত্রী হালিমা বেগম বলেন, করোনার এমন দূর্যোগময় মূহুর্তে যখন পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে তখনই আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহায্যের হাত বাড়িয়েছে ছাত্রলীগ। অর্থ সংকট ও তীব্র রৌদে ধান কাটাতে পারছিলাম না। এমন সময় পাশে এসে দাঁড়ালো ছাত্রলীগ। এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়ে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষকের, খাগড়াছড়িতে, ছাত্রলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন