খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়ি ধর্মপুর আর্য বনবিহারে ২৯তম দানোত্তম কঠিন চীবর দান উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) সকালে বিশ্ব শান্তি, দেব মনুসসো ও তথা সকল প্রাণী হিত সুখ মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহনের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানা বিধ দান ও স্বধর্ম শ্রবণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।
কঠিান চীবর দান অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, ধর্মপুর আর্য বন বিহারের বিহারধ্যক্ষ ভদ্দজী মহাস্থবির ভান্তে, শীলাচার অরণ্য কুঠিরের বিহারধ্যক্ষ জ্ঞান জ্যোতি মহাস্থবির ভান্তেসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ হাজারের অধিক বৌদ্ধ নর-নারী কঠিন চীবর দানে অংশগ্রহণ করেন।
এ ছাড়া বিকেলে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান,অষ্ট পরিষ্কার দান, ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা কঠিন চীবরটি দান করবেন বৌদ্ধ নর-নারীরা।
ধর্মপুর আর্য বন বিহার ছাড়াও য়ংড বৌদ্ধ বিহার, পানছড়ি শান্তি পুর অরণ্য কুঠির, দীঘিনালা বন বিহার ও দীঘিনালা বাবুছড়া লুম্বিনী বেনু বন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে।