খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে জেলা শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।

এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক প্রশান্ত ত্রিপুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহেনা আক্তার, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আজিজ ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিএনপি, বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন