খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মংসুপ্রুই চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্মৃতি ভাষ্কর্যে পুস্পমাল্য অর্পন করেন।
এ সময় নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, শহীদ বুদ্ধিজীবী দিবস
Facebook Comment