খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল চলছে: পিকেটিংকালে আটক ১
দুলাল হোসেন, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন আইন সংশোধনী ২০১৩ বাতিলের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি-রাঙ্গামাটি-বান্দরবানে শান্তি পূর্নভাবে সকাল-সন্ধা সড়ক অবরোধ চলছে। অবরোধ পালনে ভোরে খাগড়াছড়ির জেলা শহরের শাপলা চত্তরে টায়ার জ্বালিয়ে পিকেটিং করার সময় পিবিসিপি জেলা কমিটির সদস্য মোঃ মাসুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এছাড়া অন্য উপজেলা গুলোতে শান্তিপুর্নভাবে অবরোধ কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসরত সম-অধিকারের দাবীতে বাঙ্গালীদের বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রাম করে আসলেও সরকার শুধু উপজাতীয়দের এক পক্ষীয় স্বার্থের কথা বিবেচনায় রেখে নতুন করে ভূমি কমিশন আইন সংশোধনী করার মাধ্যমে পাহাড়ের বসবাসরত বাঙ্গালীদের বিতাড়িত করার ষড়যন্ত্র’র অভিযোগ করে গত মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র-পরিষদ আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা সড়ক ও নৌ-পথ অবরোধ, এবং শনিবার প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষনা করেছে। যদি এর মধ্যে সরকার এ অনুমোদন বাতিল করে তবে আরো বৃহত্তর কর্মসুচি দেওয়ারও হুশিয়ারী দেন নেতারা।