খাগড়াছড়িতে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করছে- যতীন্দ্র লাল ত্রিপুরা
দুলাল হোসেন, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে সাংবাদিকরা ঝুঁকির মধ্যে কাজ করছে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পর কেউ কেউ অসুন্তুষ্ট হয়। তাই সকল ঝুকিঁর মোকাবেলা করে পার্বত্য এলাকার সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। খাগড়াছড়ি প্রেসক্লাবের মিলনায়তনে বেসরকারী টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর এর প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট নাসির উদ্দিন , প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজউদ্দিন, বর্তমান সহ-সভাপতি নুরুল আজম, প্রেসক্লাব সেক্রেটারী আবু দাউদ। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী ।
শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।