গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো মাটিরাঙ্গাবাসী


শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো খাগড়াছড়ির মাটিরাঙ্গাবাসী। জাতির সুর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শনিবার (১৪ ডিসেম্বর) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের স্বাধীনতা সোপানে ছিল জনতার ঢল।
সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এর পরপরই দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান।
পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ও মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য প্রশান্ত কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা জাতিকে মেধাশূন্য করতে জাতির সুর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি বলেন, দেশকে মেধাশুন্য করার সকল অপচেষ্টাকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে।
আগামী প্রজন্মকে স্বাধীনতার অভ্যুদ্বয়ের সঠিক ইতিহাস জানানোর আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান বলেন, যারা বয়সে বড়, তাদের কর্তব্য হলো তরুণদের ইতিহাসের সঠিক অংশটুকু জানানো।