গর্জনিয়ায় পুলিশের অভিযানে ধর্ষক ও সাজাপ্রাপ্তসহ ৪ আসামি আটক

রামু উপজেলার গর্জনিয়ায় অভিযানে ধর্ষণ ও সাজাপ্রাপ্ত মামলাসহ ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার
করেছে গর্জনিয়া ফাড়িঁ পুলিশ।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) পূর্বরাতে এ অভিযান পরিচালনা করেন ফাড়িঁ ইনর্চাজ আনিসুর রহমানের নির্দেশে এসআই জাহেদ ও এএসআই মন্জুর এলাহী ।
পুলিশ জানান, আসামি ছৈয়দ আলম (৪১) পিতা গোলাম হোসেন ও নুরুল ্আলম (৪২) পিতা-নজির হোছাইন সর্বসাং পূর্বজুমছড়ি ইউনিয়ন-গর্জনিয়া। এরা দু’জন সাজাপ্রাপ্ত আসামি।
তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তবে মাঝে মাঝে নিজেদের বাড়িতে রাত যাপন করতো। গোপনে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ অভিযান চালায় তাদের বাড়িতে। পৃথক অভিযানে ফাড়িঁ পুলিশ অভিযান চালায় একই ইউনিয়নের মাঝির কাটায়।
এখানে তারা ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার নাম মো: তৈয়ব ( ৪৩) পিতা মৃত ফরিদ আহমদ।
এ ছাড়া পুলিশ আরো জানান, বুধবার সন্ধ্যায় এক ধর্ষণের ঘটনায় বাবু নামের এক অভিযুক্তকে আটক করেছেন তারা। তার বিরুদ্ধে রামু থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। রামু থানার অফিসার ইনর্চাজ আবুল খায়ের ঘটনার কথা নিশ্চিত করেছেন।