গুইমারা সিন্দুকছড়ি সেনাজোনের উদ্যোগে মানবতা ও সমাজকল্যাণে সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান ও গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২শে নভেম্বর) খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি সেনাজোনের উদ্যোগে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মানবতা ও সমাজকল্যাণে বিশেষ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, আর্তমানবতার সেবায় ৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ৫টি স্কুল-মাদ্রাসার জন্য হোয়াইট বোর্ড, মসজিদের জন্য টিন ও স্কুলের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ এবং ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান হিসেবে সর্বমোট ১১টি পরিবার এবং ৫টি প্রতিষ্ঠানের মাঝে সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি এবং জোনের অন্যান্য অফিসারগণ।
এ সময় জোন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সুবিধা ভোগী ব্যক্তিগণ এ সময় তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।