গুইমারায় জনবসতিপূর্ণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
খাগড়াছড়ির গুইমারা বাজার ও বাজার সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(৯ আগস্ট) সকালে এ প্রকল্পটি উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যার কংজরী চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান অতিথি কংজরী চৌধুরী দুর্গম পাহাড়ের বিভিন্ন স্থানে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপদ পানির প্রকল্প উদ্বোধনের মাধ্যমে গুইমারা বাজারের ব্যবসায়ী ও বাজার সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকাবাসীর নিরাপদ পানির চাহিদা পূরণ হবে।
তিনি আরো বলেন, সরকারের এমন প্রতিটি উদ্যোগ সুফলভোগীরা যদি যত্নশীল হয়ে যথাযথভাবে ব্যবহার করে তাহলে প্রত্যেকটি প্রকল্প উন্নয়নের মডেল হিসেবে রুপ নিবে।
এসময় খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজির উদ্দিন, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহামেদ, উপজেলা প্রকৌশলী মো. আইয়ুব আলী আনসারী, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
গত অর্থ বছরে গুইমারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে।
উদ্বোধন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফজির উদ্দিন বলেন, জাতীয়ভাবে নিরাপদ পানির কাভারেজ ৯২% হলেও বর্তমানে খাগড়াছড়িতে কাভারেজ ৬০%।
তাই এ জেলায় নিরাপদ পানির কাভারেজ বৃদ্ধির লক্ষ্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ও জিওবির র্অথায়নে প্রায় শতকোটি টাকা ব্যায়ে দুটি প্রকল্প এ জেলার ৯টি উপজেলায় মোট ৫৮টি গ্রামে নলকূপ স্থাপন‘সহ পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ হচ্ছে।
এছাড়াও ১৭৮ টি কমিউনিটি টয়লেট র্নিমান করা হবে। প্রতিটি ইউনিয়নে প্রতি বছরে ২৬টি পানির উৎস ২০২৪ সাল পর্যন্ত চলমান থাকবে।
অনুমোদিত প্রকল্পগুলোর কাজ ২০২২ সালে শেষ হলে এ জেলায় নিরাপদ পানির কাভারেজ ৮০% এ উন্নিত হবে।