গুইমারা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন: মাটিরাঙ্গা জোন কমান্ডার্স কাপ টুর্নামেন্ট সম্পন্ন

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত জোন কমান্ডার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গুইমারা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে তারা মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

ফাইনালে গুইমারা ইউনিয়ন একাদশের খেলোয়াড় মো. দিদারুল আলম অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার লাভ করেন। এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

তিনি বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং খেলাধুলায় সম্পৃক্ত রাখতে প্রতিবছর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, নাগরিক কমিটির সভাপতি নুরুল আলমসহ এলাকার ক্রীড়ামোদীরা।

উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর মাসে ক্রিকেট এবং বর্ষাকালে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে মাটিরাঙ্গা জোন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন