ঘাতক রানার ফাসিঁর দাবীতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ
খাগড়াছড়ি সংবাদদাতা
ঝুকিপূর্ণ গামেন্টস ভবনে নিরীহ শ্রমিকদের কাজ করতে বাধ্য করার মাধ্যমে শত শত শ্রমিকের মৃত্যুর মূল হোতা যুবলীগ ক্যাডার সোহেল রানার ফাসিঁর দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ সকাল ১০টার দিকে জেলা বিএনপির অফিস কার্যালয়ের সমানের থেকে মিছিল বের হয়ে বাজার ও আদালত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় অফিসে এসে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, আমিন শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, দপ্তর সম্পাদক মো. ইউছুফ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিরোধী দলের হরতাল ঠেকাতে সরকারী দলের মিছিলে গামেন্টস শ্রমিকদের যেতে বাধ্য করতেই অফিস খোলা রেখে নিরিহ শ্রমিকদেরকে জেনে শুনে মৃত্যর দিকে ঢেলে দিয়েছে এই রানা। তাই অবিলম্বে তাকে জনতার সামনে ফাসিঁ দিতে হবে।
নচ্ৎে এই নিরিহ শ্রমিকের লাশ শান্তি পাবেনা। সরকার আজ বেসামাল হয়ে গেছে। এ সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।