ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় রাজস্থলী উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
ঘূর্ণিঝড় মোখার আগমনে রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে।
শুক্রবার (১২ মে) রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোখা আগমনে সতর্কমূলক আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, উপজেলার তিনটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সতর্ক রাখা নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা সদরে কন্টল রুম খোলা রাখা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ভোলানটিয়ার, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট টিম প্রস্তত রাখা, দুর্যোগ কালীন নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, জরুরী চিকিৎসা সেবা টিন গঠন ও এ্যাম্বুলেন্স প্রস্তত, বিদ্যুৎ বিভাগ জরুরী গাছের ডালাপালা কাটার জন্য টিম গঠন করাসহ সড়ক বিভাগের জরুরী টিম প্রস্তত রাখা হয়েছে।
এ সময় ৩টি ইউনিয়নে ৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে উল্লেখ করেন।
তিনি দুর্গম পাহাড়ের ও নদীর আশে পাশে এবং উপজেলার সকল লোকজনকে সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।