চকরিয়ায় বন্য হাতির আক্রমনে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ঠ হয়ে ফরিদুল আলম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের শাহসোজা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসেম সিকদারের পুত্র।
চকরিয়া থানার ওসি রনজিত কুমার পার্বত্য নিউজ ডটকমকে জানান, নিহত ফরিদুল আলম গত ২৩ এপ্রিল রাতে মেয়ের বিবাহের দাওয়াত দিতে ওই গ্রামে গেলে বাড়ি ফেরার পথে বন্য হাতির কবলে পড়লে এ ঘটনা ঘটে।
পুলিশ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদীন জানান, বন্য হাতির আক্রমনে নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আবেদন সাপক্ষে আর্থিক সহায়তা দেয়া হবে।