চন্দ্রঘোনায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কেপিএম মহিলা ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হাসনাত খোকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। উদ্বোধক ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাওয়াল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক টিপু বড়ুয়া।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, স্বপন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াছ মিয়া (কন্ট্রাকটর), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক কচি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সেলিম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. একরামুল হক।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. হানিফ বাবুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. নজরুল ইসলাম লাভলু, উজ্জল ভট্টাচার্য, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি এরশাদ আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।