চন্দ্রঘোনা থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ পাচারকারী গ্রেপ্তার
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মাঝিপাড়া পাকা সড়ক থেকে চোলাই মদসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাইখালী বাজার সংলগ্ন টেকের মোড় থেকে পলিথিনে মোড়ানো বিশ লিটার চোলাই মদ পাচারকালে ক্যচিংমং মারমা ওরফে বাবুক (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি ২নং রাইখালী ইউনিয়নের বাসিন্দা রেগ্যামং মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু দাশ সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।