চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদ ও অটোরিকশাসহ দুইজন গ্রেফতার
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ ও একটি অটোরিকশাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
ঘটনার দিন বেলা প্রায় ১২টায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড় এলাকায় “মায়ের দোয়া” হোটেলের সামনে থেকে এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাঙ্গালহালিয়া-ফেরীঘাটগামী পাকা রাস্তার ওপর একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের অভিযোগে অটোরিকশা চালক মো. বেলাল (৪২) এবং ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বেলালের ঠিকানা রাঙ্গুনীয়া পৌরসভার সৈয়দবাড়ী, এবং ইমরান হোসেনের ঠিকানা ইছাখালী গুচ্ছ গ্রাম, রাঙ্গুনীয়া। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।