বাঘাইছড়িতে অব্যাহত গোলাগুলি : জানমালের নিরাপত্তাসহ সেনাক্যাম্প স্থাপনের দাবি

fec-image

বাঘাইছড়ি উপজেলায় প্রতিনিয়ত আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি, জানমালের নিরাপত্তা চাঁদাবাজি বন্ধ ও সেনাক্যাম্প স্থাপনের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুমের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা নাগরিক পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আবছার আলী, মৎস ব্যাবসায়ী আবু জাহেদসহ অন্যরা।

বক্তারা বলেন, গতকাল আঞ্চলিক দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। তাদের গুলি মুসলিমব্লক ঈমাম পাড়া মসজিদের ভিতর ও আবদুল শুক্কুক মিয়া ও নাজিম কাউন্সিল দোকানে গুলি এসে পড়ে। আজ সাধারণ মানুষের নিরপত্তা দিতে প্রশাসন ব্যার্থ হয়েছে। চাঁদাবাজি বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সেনাক্যাম্প, র‌্যাব ব্যাটেলিয়ন স্থাপনসহ চিরুনী অভিযানের মাধ্যম সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন