জয়ের শুরু মায়ামির
প্রাক মৌসুমে ধুঁকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।
ফিটনেস নিয়ে এতদিন শঙ্কা থাকলেও মেসি পুরো ম্যাচেই মাঠে ছিলেন। উপহার দিয়েছেন অসাধারণ নৈপুণ্য। সতর্কভাবে খেলতে থাকা সল্ট লেকের বিপক্ষে ১৮ মিনিটে গোলও পেতে যাচ্ছিলেন। ৩০ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি কিক লাইন থেকে ক্লিয়ার করে তাকে হতাশ করেছেন জাস্টেন গ্লাড। ৩৯ মিনিটে অবশ্য আর কোনও ভুল হয়নি। মেসির বাড়িয়ে দেওয়া বলে জাল কাঁপান ফরোয়ার্ড রবার্ট টেইলর।
বিরতির পর অবশ্য ধার বাড়িয়ে খেলার চেষ্টা করে সল্ট লেক। তাতে কিছুটা সমস্যাও হচ্ছিল। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। মায়ামির কিছু ভুলও তাদের সুযোগ করে দিয়েছিল। এই অবস্থায় মেসির দারুণ নৈপুণ্য এনে দেয় নিয়ন্ত্রণ। শুরুতে তার দেওয়া ক্রস কাজে লাগাতে পারেনি গ্রেসেল। ৮৩ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
গোলমুখে খুঁজে নেন বার্সা সতীর্থ লুই সুয়ারেজকে। উরুগুয়ান তারকা তার পর প্যারাগুয়ের ডিয়েগো গোমেজকে বল দিলে স্কোর ২-০ করেছেন তিনি। এই ত্রয়ীর মিলিত চেষ্টায় আরেকটি গোলও পেতে যাচ্ছিল মায়ামি। কিন্তু সুয়ারেজের শট ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক।