টানা সপ্তম ম্যাচে মেসির গোল

২২ শটের টাইব্রেকার রোমাঞ্চে চ্যাম্পিয়ন মেসির মায়ামি

fec-image

লিগ কাপের ফাইনাল। অসাধারণ দক্ষতায় একটি গোল করলেন লিওনেল মেসি। প্রথমার্ধে ইন্টার মায়ামিকে লিড উপহার দেন লিওনেল মেসি। বিরতির পরই ম্যাচে ফেরে নাশভিল। ম্যাচের সবচেয়ে আবেগঘণ মুহূর্ত যদি এটা হয়, তাহলে টাইব্রেকারকে বলা যাবে সবচেয়ে স্নায়ুক্ষয়ী উত্তেজনাকর মুহূর্ত। ক্যারিয়ারে এতটা স্নায়ুর চাপে লিওনেল মেসি নিজেও ভুগেছেন কি না সন্দেহ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে লীগস কাপের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি।

পেনাল্টি শুট-আউটে দুই দল ১১টি করে শট নেয়। প্রথম ৫ শটে ইন্টার মায়ামিকে শুভ সূচনা এনে দেন লিওনেল মেসি। নাশভিলও নিজেদের প্রথম শট থেকে গোল পায়। মায়ামির হয়ে দ্বিতীয় শটে গোল পান সার্জিও বুসকেটসও।

নাশভিলের হয়ে দ্বিতীয় শট নিতে আসা রেন্ডাল লিলকে পরাস্ত করে দেন মায়ামি কিপার ক্যালেন্ডার। পঞ্চম শটে গোল পায়নি ইন্টার মিয়ামি। মিসটি করেন মেক্সিকান মিডফিল্ডার ভিক্টর উল্লোয়া। টানা তিন গোলে প্রথম ৫ পেনাল্টিতে ৪-৪ সমতা টানে নাশভিল। এরপরের ৫টি শটেই গোল পায় ইন্টার মায়ামি এবং নাশভিল। মায়ামির হয়ে ১১তম পেনাল্টি শট নেন গোলরক্ষক ক্যালেন্ডার। গোলও পান। এরপর নাশভিল গোলকিপার পানিকোর শট ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিকে লীগস কাপ শিরোপা উপহার দেন ক্যালেন্ডার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন, টাইব্রেকার, মায়ামি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন