টেকনাফে বাড়ির আঙ্গিনা থেকে ব্যাগ ভর্তি গোলাবারুদ উদ্ধার, আটক ১
কক্সবাজারের টেকনাফে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
ধৃত ব্যক্তি টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার মৃত সোলতান আহমেদের ছেলে মো. শফিউল আলম (৫৫)।
রবিবার (২০ অক্টোবর) বিকাল তিনটায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৮০০ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে জালিয়াপাড়া নামক এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি একটি বাড়ীতে লুকিয়ে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত জালিয়াপাড়া এলাকায় সন্দেহভাজন একটি বাড়ীটিতে অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত চোরাকারবারীর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ীর আঙ্গিনায় বালির বস্তার নিচে লুকানো অবস্থায় দুইটি ব্যাগের ভিতর থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদে জানায় আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসে এবং অবৈধ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে।
আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।