টেকনাফে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

fec-image

টেকনাফে একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।

২৬ জানুয়ারি সকাল ১০টায় হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্বাস্থ্যসেবায় উদ্বুদ্ধ ও ফ্রি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত কণিকা বাংলাদেশ (কক্সবাজার টিম)।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটি উদ্বোধন করেন হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আতাউর রহমান, নুরুল আবছার মানিক, সালমান খান, রক্ত কণিকা বাংলাদেশের বোর্ড মেম্বার মুহাম্মদ তারেক তাফি, মনিটরিং মেম্বার আব্দুল মন্নান সদস্য মো, আরেফিন খানসহ রক্ত কণিকা বাংলাদেশ কক্সবাজার টিমের সদস্যবৃন্দ।

অতিথিরা সংগঠনের সফলতা ও প্রশংসা করে বক্তব্য রাখেন। কর্মসূচীর মাধ্যমে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় সংগঠনটি। পাশাপাশি উপস্থিতিদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর উদ্বুদ্ধ করা হয়।

পরে ২২ সদস্য বিশিষ্ট্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় এবং নব গঠিত কমিটির পণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন