টেকনাফ ইউএনও’র পিতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের পিতা রাঙ্গুনিয়া নির্বাসী জালাল আহমদ (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর পিতা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমার পিতার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।