টেকনাফ থানার উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

fec-image

টেকনাফ উপজেলার আওতাভুক্ত জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ) সকাল ১১টায় টেকনাফ মডেল থানার হলরুমে, অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এস আই মোঃ আব্দুল বাতেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ  মোঃ হাফিজুর রহমান বলেন,  টেকনাফকে মাদক, চোরাচালান, মানব পাচার ও অস্ত্রধারীদের হাত থেকে মুক্ত করতে অতি অল্প সময়ের মধ্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বীট পুলিশিং সভা করা হবে। কেউ যেন আমাদের ভুল তথ্য দিয়ে সাধারণ জনগণকে হয়রানি করতে না পারে সেটা নিশ্চিত করা হবে। উপজেলা আইন শৃঙ্খলাকে সহনীয় পর্যায়ে রাখতে সকল জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

এতে অন্যান্যদের মধ্যে মোঃ খোরশেদ আলম (ওসি অপারেশন) ফারুক আল মামুন ভূঁইয়া (ইন্সপেক্টর ট্রাপিক শহর ও যানবাহন, টেকনাফ ) এস আই মোঃ মাহবুবুর রহমান, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু হোসেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,বাহার ছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অফিসার ইনচার্জ, টেকনাফ, মতবিনিময় সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন