ঢাকা ক্রিকেট লীগে ম্যান অব দ্য টুর্নামেন্ট জয়কে সংবর্ধনা

সম্প্রতি শেষ হওয়া ঢাকা ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় কক্সবাজার চকরিয়া উপজেলার কৃতি সন্তান সাঈদ হোসেন জয়কে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় থানা সেন্টারস্থ একটি রেস্তোরাঁর হলরুমে চকরিয়া ক্রিকেট একাডেমির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চকরিয়া ক্রিকেট একাডেমির সভাপতি আহসান হাবিব খান লিটনের সভাপতিত্বে ও মামুনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া এডভোকেট এসোসিয়েশন সাবেক সভাপতি লুৎফুর কবির।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি সাঈদ হোসেন জয়কে মিষ্টিমুখ করে চকরিয়া ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও চকরিয়া ক্রিকেট একাডেমির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।