তাইন্দংয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন মো. হুমায়ুন কবীর

fec-image

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামীল লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত হওয়ার আগেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক সৃষ্টি করেছেন মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, তাইন্দং বাজার কমিটির সভাপতি মো. সুুরুজ মিয়া ও অহিদুর রহমান মেম্বারসহ কয়েকজন সমর্থক তাঁর সাথে ছিলেন।

এবছর নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন চাওয়ার ইচ্ছা ছিল জানিয়ে হুমায়ুন কবীর বলেন, গেলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার কারণে আমাকে সে সুযোগ দেয়া হয়নি। জনগনের অনুরোধেই চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জানিয়ে মো. হুমায়ুন কবীর বলেন, জনগণের উপর আমার শতভাগ আস্থা আছে।

তিনি  আরও, গত নির্বাচনে জনগণ আমার উপর আস্থা রেখেই আমাকে নির্বাচিত করেছে। আমিও গত পাঁচ বছর জনগনের পাশে ছিলাম। আমি আওয়ামী লীগের একজন কর্মী। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতেই নির্বাচনে অংশ গ্রহণ করছেন বলেও জানান তিনি।

এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলামকে পরাজিত করে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে ভোটের রাজনীতিতে চমক সৃষ্টি করেন মো. হুমায়ুন কবীর। এ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থী পাঁচজন প্রতিদ্বন্দ্বীতা করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। ২০ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন