তিন দশক পর মিয়ানমারের ব্যাংক নোটে জেনারেল অং সানের ছবি

fec-image

তিন দশক অনুপস্থিত থাকার পর মিয়ানমারের ব্যাংক নোটে আবার ফিরে এসেছে দেশটির স্বাধীনতার স্থপতি জেনারেল অং সানের ছবি।

৪ জানুয়ারি ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১,০০০ কিয়াতের এই নোট বাজারে ছেড়েছে দেশটির কেন্দ্রিয় ব্যাংক (সিবিএম)। এর এক পাশে অং সান ও অন্যপাশে নেপিদো পার্লামেন্টেপর ছবি।

মঙ্গলবার থেকে সরকারিভাবে এসব নোট বিতরণ শুরু হয়েছে। জনগণকে বেশ উৎসাহের সঙ্গে ব্যাংক থেকে এসব নোট সংগ্রহ করতে দেখা গেছে। অনেকে আবার নতুন নোট সংগ্রহের ছবি ফেসবুকেও পোস্ট করেছেন এবং সুভেনির হিসেবে বন্ধুদের উপহার দিচ্ছেন।

মিয়ানমারের বর্তমান স্টেট কাউন্সিলর দাও অং সান সু চির পিতা জেনারেল অং সানের ছবি প্রথম মিয়ানমারের মুদ্রায় ছাপা হয় ১৯৫৮ সালে। এর ১০ বছর পর তিনি ৮ সহকর্মীসহ ঘাতকদের হাতে নিহত হন।

কিন্তু ১৯৮৮ সালে দেশটিতে গণতন্ত্রপন্থী আন্দোলন ছড়িয়ে পড়লে বাজার থেকে ধীরে ধীরে এসব নোট তুলে নেয়া হয়।

১৯৯০’র দশক থেকে অং সানের জায়গায় সিংহের ছবি স্থান পায়।

২০০৯ সালে ছাপা ৫,০০০ কিয়াতের নোটে হাতি ছাপা হয়। ২০১২ সালে ১০,০০০ কিয়াতের নোটেও হাতির ছবি দেখা যায়।

২০১৩ সালে এমপি উ থিয়েন নিয়ান্ত জেনারেল অং সানের ছবি ব্যাংক নোটে ফিরিয়ে আনার প্রস্তাব করেন। তার যুক্তি ছিলো সিংহের ছবিটি একটি রাজনৈতিক দলের লোগোর আদলে করা হয়েছে।

পরে কেন্দ্রীয় ব্যাংকও একই মত দেয়। ২০১৭ সালের নভেম্বরে পার্লামেন্টে বিপুল ভোটে অং সানের ছবি ফিরিয়ে আনার প্রস্তাব পাস হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেনারেল অং সানের, মিয়ানমারের ব্যাংক নোটে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন