তিশা মেহজাবিন ও শিনা চৌহান নিয়ে ফারুকীর নতুন ২ ছবি
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের তিশা, মেহজাবিন এবং ভারতের মিস কলকাতা ও মিস ইউনিভার্স ইন্ডিয়া শিনা চৌহানকে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবি দুটির নাম- পিঁপড়াবিদ্যা ও ডুবোশহর। দুটি ছবিই প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
এ সম্পর্কে জানতে চাইলে ফারুকী বলেন, ‘পিঁপড়াবিদ্যা এ সময়ের গল্প। মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, সীমাবদ্ধতা, লোভ ও লোভের পঙ্খিরাজের লাগামহীন বিচরণকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর ডুবোশহর চলচ্চিত্রে দেখা যাবে দুই উঠতি তরুণীর বন্ধুত্ব, প্রেম, প্রেমের নানা অলিগলি, বাঁক ও বাঁক থেকে সামনের দিগন্তে যাত্রার বিষয়টি।’ তিনি জানালেন, এরই মধ্যে পিঁপড়াবিদ্যা ছবির শুটিং শুরু হয়েছে।
তিশা বলেন, ‘ডুবোশহর আমার চতুর্থ ছবি। ছবির গল্পটি পড়ার পর আমার খুব পছন্দ হয়েছে।’
মেহজাবিন বলেন, ‘কয়েক মাস আগে আমি পরবাসিনী নামে একটি ছবির শুটিং করেছিলাম। কয়েক দিন শুটিংয়ের পর ওই ছবির আর কোনো খবর নেই। ডুবোশহরই আমার প্রথম ছবি।’
বাংলাদেশের ছবিতে এবারই প্রথম অভিনয় করছেন ভারতের শিনা চৌহান। তিনি বললেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন ছবি দুটি দেখেছি। ভালো লেগেছে। তিনি মেধাবী একজন নির্মাতা। ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগাটা অনেক বেশি কাজ করছে।’
পিঁপড়াবিদ্যা ও ডুবোশহর ছবি দুটির অন্য অভিনয়শিল্পীরা হলেন নূর ইমরান, সাব্বির হাসান, মুকিত জাকারিয়া প্রমুখ।