থানচিতে কমেছে এসএসসিতে পাসের হার


২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বান্দরবানের থানচি উপজেলা পাসের হার কমেছে। ফলে শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে দুশ্চিন্তা বাড়ছে। চলতি বছরে পাসের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৬৫ শতাংশ।
গেল বছরে জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৫৫ দশমিক ২৬ শতাংশ। এর আগের বছর ৭৫ শতাংশ। তবে ২০২১ সালে শতভাগ পাশ করে জনমনে তাক লাগিয়েছিল থানচির এসএসসি পরীক্ষার্থীরা।
রবিবার (১২ মে) দুপুরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ এ তথ্য জানান।
প্রধান শিক্ষককের তথ্যমতে, এবার বান্দরবানের থানচি উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফরম পূরণ করেছিল ৩৪৩ জন শিক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬০ জন শিক্ষার্থী। তবে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পরীক্ষা অংশগ্রহণ করেননি ৭ জন ।
জানা যায়, স্কুলভিত্তিক এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩৬ জন শিক্ষার্থীর। উত্তীর্ণ হয়েছে ১৬০ জন। উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিলেও এবার থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন মধ্যে ৫৩ জন পাশ করেছে।, পাশের হার ৫১ দশমিক ৪৬ শতাংশ। বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের ১৪০ জন মধ্যে ৬৩ জন পাশ করেছে, পাশের হার ৪৫ দশমিক ০০ শতাংশ। বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৭৬ জন মধ্যে ৩৭ জন পাশ করেছি, পাশের হার ৪৩ দশমিক ০২ শতাংশ। রেমাক্রী বাজার উচ্চ বিদ্যালয়ের মোট ১২ জন অংশ নিয়েছিল, পাশ করেছে ৭, পাশের হার ৫৮ দশমিক ০২ শতাংশ।
এ বিষয়ে থানচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, গতবারে বন্যার কারণের শিক্ষার্থীদের পড়াশোনা কিছুটা ঘাটতি ছিল। কারণ সে সময় বন্যাতে সব বই নষ্ট হয়ে গিয়েছিল। তাই পড়ালেখা তেমন করতে পারেনি শিক্ষার্থীরা। অপরদিকে গত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের স্কুলের উপস্থিত থেকে ক্লাস করার জন্য বলা হলে ও কোন শিক্ষার্থী স্কুলে আসেননি। ক্লাসে না এসে পরীক্ষায় অংশ নেয়ার এ বিপর্যয় হয়েছে বলে তিনি ধারণা করেন।