থানচিতে পানিতে ডুবে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার


বান্দরবানে থানচিতে সাংগু নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ছাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা শনিবার (২০ জুন) দুপুরে সাংগু নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধা করে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার দুপুরের মাছ ধরতে সাটার কাটা সময় সাংগু নদীতে যুবে নিখোঁজ হন বলে জানা যায়।
নিখোঁজ ছাত্রে বলিপাড়া নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে পালপুরোহিত ফাদার হরি মাকারিও বাসায় থাকতেন।
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুলে ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। রুমা উপজেলা গ্যালেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আদিগা পাড়ায় সুমন ত্রিপুরা এর ছেলে অজয় ত্রিপুরা (১৫)।
থানচি থানা তদন্তকারীকারী কর্মকর্তা এসআই মো. মোসারফ হোসেন নিখোঁজ ছাত্রের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের অভিবাবক পৌঁছালে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।