থানচিতে ব্যাংক ডাকাতি: নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

fec-image

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় সোনালী ব্যাংকের প্রধান ভল্টে রক্ষিত আনুমানিক দুই কোটি টাকা ব্যাংক ম্যানেজার এবং অন্যান্য ব্যাংক স্টাফদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের জন্য বিজিবির সহায়তার মাধ্যমে থানচি থেকে নীলগিরি এলাকায় আনায় আগে ৫ ই বেঙ্গল, বান্দরবান সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পোশাক পরিহিত অবস্থায় আনুমানিক ১০-১৫ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বান্দরবান জেলার থানচি উপজেলাধীন থানচি বাজার সংলগ্ন সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে আকস্মিক হানা দিয়ে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত গ্রাহকদের জিম্মি করে। বিষয়টি স্থানীয় জনসাধারণের নিকট হতে অবহিত হলে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে থানচি বিওপি হতে তাৎক্ষণিক বিজিবি টহল দল ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়।। সন্ত্রাসী দল বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রধান ভল্ট হতে অর্থ লুটের সুযোগ না পেয়ে তাৎক্ষণিক কৃষি ব্যাংকের ক্যাশ হতে আনুমানিক ২ দুই লক্ষ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংকের ক্যাশ হতে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

উল্লেখ্য, ব্যাংক দুটির প্রধান ভল্টে রক্ষিত অর্থ ব্যাংক ম্যানেজার, অন্যান্য স্টাফ এবং গ্রাহকদের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৈমুর হাসান খান, পিএসসি সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক এলাকাসহ ইউএনও, ব্যাংক এবং থানচি বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের প্রধান ভল্টে রক্ষিত আনুমানিক ২ কোটি টাকা, ব্যাংক ম্যানেজার এবং অন্যান্য ব্যাংক স্টাফদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নিমিত্তে বিজিবির সহায়তার মাধ্যমে থানচি হতে নীলগিরি এলাকায় আনার পূর্বে ৫ ই বেংগল, বান্দরবান সেনানিবাসের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেএনএফ, বান্দরবান, ব্যাংক ডাকাতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন