থানচির সাংগু নদীর চরে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
বান্দরবানে থানচি বলিপাড়া ইউনিয়নের সাংগু নদীর চরে তামাক ক্ষেতে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হল পুলিশ।
শনিবার (৬ মে) দুপুর ১২ ঘটিকায় সাংগু নদীর চড়ে পরিত্যক্ত তামাক ক্ষেতে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা মুঠোফোনে থানচি থানা অভিহিত করা হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বলিপাড়া বাজারে হাট বাজার দিন ছিল সেদিনের বিভিন্ন প্রান্ত থেকে বাজারগামী মানুষের দল সাংগু নদীর চরে পরিত্যক্ত তামাক ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তি মৃতদেহ দেখতে পান।
এক পর্যায়ে এলাকার জনপ্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টি জানালে জনপ্রতিনিধিরা থানচি থানা পুলিশের খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের হস্তান্তর করা হয়। তবে পুলিশ গাছকাটা শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমদাদুল হক বলেন , আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া মাধ্যমে ময়নাতদন্তে জন্য বান্দরবানে পাঠানো হবে।
ময়নাতদন্তে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য বিস্তারিক্ত জানতে পারবো। কিন্তু এখনও পর্যন্ত নিহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি।