থানচির সীমান্তবর্তী এলাকায় জরুরী ত্রাণ সমাগ্রী প্রেরণ করছে উপজেলা প্রশাসন

fec-image

অবশেষে জরুরী ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সংকটে বাঁশ কোড়ল খেয়ে বেঁচে থাকায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের জন্য।

১০০ পরিবারের জন্য জরুরী ত্রাণ সামগ্রী মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি করে থানচি বাজার নদীর ঘাট হতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বার মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৩টা সময় তিনটি ইঞ্জিন চালিত বোট করে ত্রাণ প্রেরণ করা হয়।

এর আগের গত ২৬ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, থানচিতে দুর্গম এলাকাগুলো নেটওর্য়াক না থাকার আমরা সব খবর ও পায়নি। তারপর ও আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে আমি জনপ্রতিনিধি সাথে যোগাযোগ করে খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, উপজেলা প্রশাসন ও বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে মারা যাবে না এবং আসন্ন জুমের ধান কাটার পর্যন্ত তাদের খাদ্য এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন