দীঘিনালার নাড়াইছড়িতে জেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়ি এলাকায় জেএসএস সন্তু লারমা ও ইউপিডিএফ প্রসিত দলের সন্ত্রাসীদের মধ্যে ঘণ্টাব্যাপী ভয়াবহ বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় উভয় দলের মধ্যে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়।
এতে তৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো প্রশাসনের কেউ পৌঁছাতে পারেনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেএসএস সন্তু দলের এক নেতা পার্বত্যনিউজকে জানান, ইউপিডিএফ বিনা উস্কানিতে জেএসএস এর উপর হামলা চালায়। এতে দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা ঘণ্টাখানিক স্থায়ী হয়।
এদিকে ইউপিডিএফের দাবি, জেএসএস ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করে উত্তেজনা তৈরি করেছে। এর ফলেই এই গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের একটি ছবিকে ঘিরে উভয় পক্ষে মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।