দীঘিনালায় বই উৎসবে শিশুদের হাতে নতুন বই
শিক্ষাবর্ষের প্রথম দিন এবং বই উৎসবে শিশুদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।শুক্রবার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি লিপি দেওয়ানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুস্মিতা ত্রিপুরা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রাঙ্গা মারমা, সোনামিত্র চাকমা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামনা ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১ম হতে ৫ম শ্রেণির ৪৪২ জন শিক্ষার্থীর মাঝে ২০২১ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়।