দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন


খাগড়াছড়ির দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন আয়োজন করে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
প্রদীপ প্রজ্জ্বলনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. এরশাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল আমিন, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমন প্রমুখ।
ঘটনাপ্রবাহ: দীঘিনালা, প্রদীপ প্রজ্জ্বলন, শহীদ বুদ্ধিজীবী দিবস
Facebook Comment