দীঘিনালায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন পরিচালিত, ‘ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার’ এর প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন, পিএসসি বলেছেন, “কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত। প্রত্যেকেই দেশ মাতৃকার জন্য কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য এটাই।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিতায় উপজেলার হাচিনসনপুর, মুসলিম পাড়া, ইসলামপুর, তারাবুনিয়া, দক্ষিণ মিলনপুর গ্রামের প্রায় চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব উপস্থিত ছিলেন।