দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ বিস্তার করতে না পারে সতর্ক থাকতে হবে: মণি স্বপণ দেওয়ান

fec-image

দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ যাতে আর প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এ উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাম্প্রাদায়িক অপশক্তি বাসা বেঁধেছে। যারা পর্দার অন্তরালে ষড়যন্ত্রে নেমেছে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে। আগামীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে রাঙামাটি পৌরসভা থেকে দ্বিতীয় স্বাধীনতায় আধিপত্যবাদ বিস্তার করতে না পারে সতর্ক থাকতে হবে: মণি স্বপণ দেওয়া শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠননিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ দলটির জেলা-উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন