নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে


খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন বলেছেন, “বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য, বর্তমান সরকারের সকল কাজকে বাস্তবে রুপ দিতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন বলেই আজ, সে স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। এসময় তিনি প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার তৈরি করার আহ্বান জানান।
সোমবার দীঘিনালা উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দীন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদীউজ্জামান জীবন প্রমুখ।
এসময় তিনি বিদ্যালয়ে ” মহানুভবতার দেয়াল” নামে মানবতার দেয়াল উদ্বোধন করেন।