নতুন রুটে যেভাবে যাবেন সেন্টমার্টিন
এই সময় ভ্রমণের জন্য সবার পছন্দের একটি জায়গা সেন্ট মার্টিন। তবে এবার আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন সরাসরি যাওয়ার সুযোগ থাকছে না। পাল্টে গেছে রুট। কখন, কীভাবে আর কোন রুটে যাবেন সেন্ট মার্টিন, জেনে নিন এই পর্বে।
নীল জলরাশির মাঝে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, মায়ার দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় দ্বীপটিতে। অপরূপ সৌন্দর্যের ঘেরা দ্বীপটিকে রক্ষার্থে উদ্যোগ নিয়েছে সরকার। তাই এবার পর্যটকদের বেধে দেওয়া হয়েছে নানা নিয়ম ও নীতি। সেগুলো মেনেই যেতে হবে সেন্ট মার্টিন।
এবার আর হুট করে যাওয়ার সুযোগ থাকছে না দ্বীপটিতে। আপনাকে আগে থেকেই সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস। অবশ্য বিভিন্ন এজেন্সি জাহাজের টিকিটের সঙ্গে দিয়ে দেয় এই পাস। তাই পাস সংগ্রহে খুব বেশি বেগ পেতে হবে না। আমরাও আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম জাহাজের টিকিট ও ট্রাভেল পাস।
ঢাকার আব্দুল্লাহপুর থেকে আমাদের বাসের টিকিটও কেনা ছিলো। প্রেসিডেন্ট ট্রাভেলের রাত নয়টার বাসে উঠে পড়লাম বন্ধুরা মিলে। যার টিকেট মূল্য পড়েছে ১৫০০ টাকা। আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারেন। রাতের ভ্রমণে খুব একটা বেগ পেতে হয় না। সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ৮০০ থেকে ১ হাজার টাকা। বাস প্রথম যাত্রা বিরতি দেয় কুমিল্লার খন্দকার ফুড গ্যালারি হোটেলে। এখানে যাত্রা বিরতিতে রাতের খাবার খেয়ে নিতে পারেন।
আমরা ভোরে পৌঁছে যায় কক্সবাজার ডলফিন মোড়ে। সেখান থেকে সিএনজি বা অটোতে করে চলে যাব নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে। ডলফিন মোড় থেকে ঘাট পর্যন্ত অটো ভাড়া নিয়েছে ১৫০ টাকা। এখানে চেকিং শেষে শিপে উঠতে হবে। যাত্রীদের কাছে পাস এবং টিকিট আছে কিনা, তা দেখা হচ্ছে। আমাদের শিপ এমভি কর্ণফুলী।
কিছুক্ষণের মধ্যেই শিপে উঠে গেলাম। আমরা টিকিট কেটেছিলাম প্রথম তলার ভিআইপি সিটের। ল্যাভেন্ডারের প্রতিটি টিকিট মূল্য রাউন্ড টিপসহ ২৫০০ টাকা। এখানে বিভিন্ন দামের টিকিট পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো টিকিট আগে বুকি করে রাখতে হবে।
শিপে ছোট একটি শপ রয়েছে, যেখান থেকে কিনতে পারেন খাবার। সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌছে যাবেন সেন্ট মার্টিন। তবে এবার যেতে অনেকটাই বেশি সময় লাগে। আমাদের আসতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে। সেন্ট মার্টিন জেটি ঘাটের সামনে জাহাজ ফেরার আগেই গাংচিল আপনাকে স্বাগত জানাবে। এ এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি। একই শিপে আপনি অন্যদিন ফিরতে পারবেন কক্সবাজার। আমাদের দুই দিন সেন্ট মার্টিনে কাটানোর ইচ্ছে আছে। তাই টিকিটও সেভাবেই করা হয়েছে।