নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জাতীয় শিক্ষক ফোরামের

fec-image

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, নতুন কারিকুলাম বাতিল করতে হবে। সে সঙ্গে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে।

শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘গণহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে’ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে গণহত্যার বিচার এবং আহত সব ছাত্র-জনতার সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য নতুন সরকারের কাছে দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১৭ আগস্ট (শনিবার) জেলায় জেলায় গণহত্যার বিচার, কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন- জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু. আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রভাষক আমজাদ হোসেন আজমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মাসুম রব্বানী আল আযহারী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমানসহ অন্য দায়িত্বশীলরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন