‘নদী দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

fec-image

নদী দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেননদী পরিব্রাজক দল। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে কারিতাস প্রমোশন অব এগ্রো-ইকোলজি প্র্যাকটিসেস ইন দি সিএইচটি প্রকল্পের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার অংশগ্রহণে বান্দরবান জেলার সভাপতি এমেচিং মার্মা’র সভাপতিত্বে একটি মানববন্ধন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার উপদেষ্টা জনাব কামাল পাশা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার সিনিয়র সহ সভাপতি বাবুল কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপিকা তঞ্চ্যঙ্গা মঞ্জু, কারিতাসের প্রোগ্রাম অফিসার রুপনা দাশসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ । নদীরক্ষা হলে আমাদের বাংলাদেশ বাঁচবে। তাই অবৈধ নদী দখল ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই বান্দরবানের সকল সচেতন সমাজ ও নদী পরিব্রাজক দল নদী দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ও জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন