নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে ২ রোহিঙ্গা আহত

fec-image

বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন ২ জন। তারা ২ জনই রোহিঙ্গা। তারা রাখাইন সংঘাতে মন্ডু জেলা শহর থেকে পালিয়ে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়িতে আসর পথে এ ঘটনা ঘটেছে বলে জানান।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) ভোরে ৩৬ নম্বর পিলারের ওপারে মিয়ানমার অংশে ২ কিলোমিটার ভেতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাফেজ আহমদ (৪০) অপর জন শামশুল আলম ( ৩৫)। তাদের দুজনের বাড়ী মিয়ানমারের মন্ডু শহরে। আহত হওয়ার পর তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের স্বজনদের এ খবর জানানোর পর ঘটনা প্রকাশ পান।

সূত্র জানায়, মিয়ানমার রাখাইন প্রদেশে সেনা ও বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মাঝে চলমান যুদ্ধে সিটুয়ে জেলা এবং মংডু জেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে সেনারা গোপনে বিদ্রোহী গ্রুপের গমনাগমন করে এমন পাহাড়ি পথে সীমান্ত এলাকায় অজস্র স্থলমাইন /আইডি বসিয়েছিল। বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে বেসামরিক লোকজন হতাহতের শিকার হয়ে আসছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় বাংলাদেশি বহু লোকজন মাইন বিস্ফোরণে হতাহত হয়েছে।

সূত্র বলছে, তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ভোর ৪টায় মংডু জেলার বুথিডং টাউনশীপ এলাকায় দুই জন রোহিঙ্গা বাংলাদেশে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন