নানিয়ারচরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

fec-image

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬নভেম্বর) সকাল সালে ১০টার দিকে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি এলাকার রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাঙামাটি থেকে একটি যাত্রীবাহী বাস (রাঙামাটি-জ- ০৫০০০৩) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি এলাকার রাঙামাটি-খাড়াছড়ি মহাসড়কে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস (চট্টমেট্রো-জ-০৫০০৪৬) মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা সকলে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্ব-স্ব গন্তব্যে যাত্রা করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী রহমান তিন্নীসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুজন হালদার বলেন, তেমন বড় কোন ঘটনা ঘটেনি। আহতরা উপজেলা সদর হাসপতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাস দু’টির ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন