নানিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের বইসহ ট্রাক খাদে, চালকসহ আহত ২
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বইসহ ট্রাক খাদে পড়ে চালক এবং হেলপার আহত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) উপজেলার নানাক্রুম কুকুরমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের আজমির হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা।
জানা গেছে, বুধবার চট্টগ্রাম থেকে নানিয়ারচর উপজেলা সদরে প্রাথমিক বিদ্যালয়ের (ট্রাক নং-নোয়াখালী-ট ১১-০৩২১) দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৯ হাজার ৮৩৩ পিস বই নিয়ে নিয়ে আসার সময় উপজেলার নানাক্রুম কুকুরমারা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় চালক এবং হেলপার দু’জনই আহত হন।
নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এস আই) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে আহতরা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।